(দিনাজপুর২৪.কম) ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানের হারানোর নায়ক মেহেদী হাসান মিরাজ ও সিরিজ সেরা সাকিব আল হাসান দুইজনই টেস্ট র্যাঙ্কিংয়ের স্পটলাইটে। বোলিংয়ে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে অফস্পিন অলরাউন্ডার মিরাজ। ঢাকা টেস্টে ১২ উইকেটের ণৈপুণ্যে ১৪ ধাপ টপকে ১৬তম স্থানে শোভা পাচ্ছে মিরাজের নাম। টেস্ট ম্যাচে বাংলাদেশের সেরা বোলিং ফিগারের রেকর্ড আগেও মিরাজের দখলে ছিল। সেটি আরও সমৃদ্ধ করেন তিনি। ঢাকা টেস্টে তার বোলিং ফিগার ১২/১১৭। আগের সেরা ১২/১৫৯ ইংল্যান্ডের বিপক্ষে। ব্যাট হাতে ৮০ রানের ইনিংস খেলা বাংলাদেশ অধিনায়ক সাকিব সাত ধাপ উন্নতিতে ২১তম স্থানে নাম লেখান।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.