(দিনাজপুর২৪.কম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্য একটি জগাখিচুড়ি ঐক্য। বিএনপির এখন প্রয়োজন ড. কামাল হোসেনের ওপর ভর করা। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) বেরিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, তাদের দুই উইকেট পড়ে গেছে। আরও অনেক উইকেট পড়বে, অপেক্ষা করুন। বুধবার (১৭অক্টোবর) দুপুর ১টার দিকে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সের পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এসময় আরও উপস্থিত ছিলেন- নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা পুলিশ সুপার ইলিয়াস শরীফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অরবিন্দ ভৌমিক ও কোম্পানীগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের নেতারা। অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নে জাতীয় ঐক্য নিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্য একটি জগাখিচুড়ি ঐক্য। বিএনপির এখন দরকার ড. কামাল হোসেনের ওপর ভর করা। কারণ তাঁদের চেয়ারপারসন কারাগারে অন্তরীণ, দণ্ডিত এবং তাঁরা যাঁকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন, তিনিও লন্ডনে পলাতক এবং তিনিও যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত হয়েছেন। কাজেই বিএনপির এখন একজন নেতার দরকার। দুঃখজনক হলেও সত্য, তাঁদের নিজেদের মধ্যে খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া মনে হয় আর কোনো নেতা নেই। তাই তাঁরা জাতীয় ঐক্যের নামে ড. কামাল হোসেনের ওপর ভর করে তাঁকে নেতা করেছেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতা আছেন কিন্তু তাদেরকে বাদ দিয়ে দলটি ড. কামাল হোসেনের কাঁধে ভর করলো কেনো তা বোধগম্য নয়। আমাদেরও ১৪ দল আছে। জাতীয় পার্টি আমাদের সাথে আছে। জাকের পার্টি ও বাম দলগুলো আমাদের জোটে আসতে চায়। আমরা আমাদের ওয়ার্কিং কমিটিতে তাদেরকে জোটে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। রাজনীতিতে অনেক মেরুকরণ হবে। কখনও মেকিং হবে কখনও বেকিং হবে। মেকিং ও বেকিং চলতে থাকবে। এটাকে আমরা স্বাগত জানাই।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, সারা বাংলাদেশে শারদীয় দুর্গোৎসব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে। শন্তিপূর্ণভাবে এ উৎসব পালনে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পনাদের আশ্বস্ত করতে চাই যে, আপনাদের যেকোনো সংকটময় মুহূর্তে শেখ হাসিনা ও আওয়ামী লীগ আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা আমাদের দলীয় নেতা-কর্মীদেরও নির্দেশ দিয়েছি ২৪ ঘণ্টা আপনাদের পাশে থাকার জন্য।’
ওবায়দুল কাদের বলেন, আপনাদের শত্রু নিরীহ মুসলমানরা নয়। আপনাদের শত্রু সাম্প্রদায়িকতা। আসুন, আমরা সকলে মিলে শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের, আমাদের সকলের অভিন্ন শত্রু সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করি, পরাজিত করি। আগামী নির্বাচনে এই অপশক্তিকে পরাজিত করে শেখ হাসিনার নেতৃত্বে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.