(দিনাজপুর২৪.কম) খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজার এলাকায় পাহাড়ি দুই আঞ্চলিক সংগঠনের গ্রুপের মধ্যে গোলাগুলিতে ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় খাগড়াছড়ি শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতরা সবাই ইউপিডিএফ-এর প্রসিত বিখাশ গ্রুপের সদস্য বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা। জানা গেছে, খাগড়াছড়ির স্বনির্ভর বাজার এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপ এবং তাদের প্রতিপক্ষের মধ্যে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের লাশ পাওয়া গেছে এবং ৪ জন আহত হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাদাত হোসেন টিটু এ খবর নিশ্চিত করেছেন। নিহতরা সবাই ইউপিডিএফ’র প্রসিত গ্রুপের সদস্য বলে জানা গেছে। -ডেস্ক
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.