(দিনাজপুর২৪.কম)
সজনী, হরিনীর মত ওভাবে তাকাতে নাই কাজল মাখা চোখের তীরে তব খুন হয়ে যাই ।
হৃদয় হয় তোলপাড় তাকালে ওভাবে বারবার ।
শুধু শুধু ওভাবে তাকাতে নাই আগুন জ্বলে মনে-পুড়ে হই ছাই !
থেকে দুরে দুরে, আশেপাশে ঘুরে ঘুরে- ওভাবে তাকাতে নাই তোমার কাছে আসতে আমি- বন্দী পাখির মত জানালা ঠুকরে পাগল হয়ে যাই ।
তবেই কেবল তাকাও- যদি বাহুডোর মোরে বন্দী করতে হাতদুটি বাড়াও ! বিরহের নদীর পার ভেঙে গড়ে তোল সেথায় প্রেমের সবুজ চত্ত্বর ফুলে ফুলে রঙিন ভাবনায় ।।
————————————————
একলা মনে উথাল পাথাল ছলাৎ ছলাৎ ঢেউ, ভেসে যাব অথৈ প্রেমে- আসবে নাকি কেউ !
কেমনে জানি মনের কথা রাষ্ট্র হলো হায়- হঠাৎ শুনি কুসুম বনে ডাকছে কে আমায় !
গোলাপ ফোটে, হাসে ঠোটে, মূখ ঘুরিয়ে কয় – জানোনা তুমি, তোমার-আমার সাত-জনম পরিচয় !
হাতে বেধে রাখি, হলাম সখা-সখী, সঙ্গী হলো কেউ, এখন, দোকলা মনে উথাল পাথাল ছলাৎ ছলাৎ ঢেউ !
—————————————————-
আমি আসবো, সত্যিই আবার আসবো আরেকটু সুন্দর তব তোমার মনের মত সাঁজে । তুমি থাকবে তো এই নীল আকাশের নীচে লুকিয়ে রবে নাতো আবার স্বভাবগত লাজে ।
তোমাকে আরও সতেজ আর উর্ব্বর করার আশায় ঠিকই কিন্তু ছুটে আসবো, কথা দিলাম তোমায় । হে বন্ধু থেকো কিন্তু তুমি কেবলই মোর প্রতীক্ষায় ভালোবাসা রেখো মনে, ভুলো নাকো হেলায় ।
ঘাসফুল হেসে কহে ওহে মেঘ বন্ধু মোর থাকবো প্রতীক্ষায় তোমার হোক যত প্রহর । তুমি বিনে অস্তিত্ব মোর সে তো কল্পনাতীত তোমার বৃষ্টি দানেই হয় মোর শক্ত ভিত ।
এসো তুমি যখন খুশি, আমিও দিলাম কথা আগমনে তোমার মেলে দেবো পাপড়ি, ভুলে সব প্রথা । ভালোবেসো মোরে পবনে ভেসে এসে দেশে মোর তোমার তরে রইবে খোলা আমার ঘরের দ্বোর ।
Your email address will not be published. Required fields are marked *
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.