Pic 2 Y(দিনাজপুর২৪.কম) দিনাজপুর ষ্টেশন ক্লাবের আয়োজনে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ২৮ আগস্ট রোববার থেকে ৪ দিনব্যাপী টেনিস কমপ্লেক্সে তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ৪ দিনব্যাপী টেনিস কমপ্লেক্সে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম। দিনাজপুর ষ্টেশন ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ¦ হুমায়ুন রেজা চৌধুরী শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ হামিদুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের চীপ কোচ মোজাহিদুল হক মন্টি, টেনিস ফেডারেশনের প্রশিক্ষক মোঃ রিফাত সিং, ক্রীড়া সংগঠক গোলাম নবী দুলাল, ষ্টেশন ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ মমতাজুল হক মিলন প্রমুখ। উক্ত খেলায় দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়রা অংশগ্রহণ করছে। বাছাই পর্বে ১০ জন মেয়ে ও ছেলে চান্স পাবে জাতীয় পর্যায়ে।