(দিনাজপুর২৪.কম) ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে আখাউড়া থানার পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আখাউড়া) আদালতে মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরে আখাউড়া উপজেলার পৌর শহরের মসজিদ পাড়ার বাসিন্দা হারুন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদনটি দাখিলের জন্য বলে আদালত আদেশ দেয়।
অভিযুক্তরা হলেন, আখাউড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুতিউর রহমান, এসআই হুমায়ূন, সহকারী উপপরিদর্শক (এএসআই) খোরশেদ ও কনস্টেবল প্রশান্ত এবং সৈকত।
মামলার বিবরণীতে আরও উল্লেখ হয়, ওই সময় তারা প্রাণ রক্ষায় অভিযুক্ত পুলিশ সদস্যদের ৫০ হাজার টাকা দিয়ে রফা-দফা করলে হারুন ও তার স্ত্রীকে ছেড়ে দেয় এবং চলে যাওয়ার সময় বিষয়টি উপরের অফিসারদের জানালে হারুনকে ক্রসফায়ার দেওয়া হবে বলে হুমকি দেন।
মামলার বাদী হারুন মিয়া বলেন, অভিযুক্তরা আমাকে বিভিন্ন সময় ক্রসফায়ারের ভয় দেখিয়ে ধাপে ধাপে টাকা নিয়েছে। তাদের কারণে আজকে আমি বাড়ি ছাড়া। ন্যায় বিচারের আশায় আদালতে অভিযোগ দিয়েছি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, এটা পূর্বের ঘটনা। পুলিশ সুপারের মাধ্যমে তদন্ত হচ্ছে। তদন্তে যে পুলিশ দোষী সাবস্ত হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রহিজ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে যে দোষী হবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। -ডেস্ক