un-dinajpur24(দিনাজপুর২৪.কম) ২০২৪ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে আসবে বাংলাদেশ। জাতিসংঘের ব্যবসা বাণিজ্য উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বল্পোন্নত দেশগুলো নিয়ে এ রিপোর্ট প্রকাশ করে সংস্থাটি। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ আয়োজিত সংবাদ সম্মেলনে রিপোর্টের বিস্তারিত তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। আঙ্কটাডের প্রতিবেদনে বলা হয় ২০১৮ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়ার জন্য বিবেচিত হবে বাংলাদেশ। ২০২৪ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে এবং ২০২৭ সালে মধ্যম আয়ের দেশ হিসেবে বিবেচিত হবে বাংলাদেশ। -ডেস্ক