pakistan-dinajpur24(দিনাজপুর২৪.কম) ২০১৯ সালে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ বসবে ইংল্যান্ডের মাটিতে। কিন্তু সেই বিশ্বকাপে পাকিস্তানের সরাসরি অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সদ্য সমাপ্ত একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ১-৪ ব্যবধানে হেরে গিয়েছে পাকিস্তান। ফলে এই মুহূর্তে আইসিসি’র ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৮৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে তারা। তাদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে সাত নম্বরে বাংলাদেশ। আর দুই পয়েন্ট পিছিয়ে নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। আগামী বিশ্বকাপে ১০ টি দল খেলবে। এরমধ্যে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। এই হিসেবে এখনো নিরাপদ বাংলাদেশ। আর বাকি তিনটি দল মূলপর্বে খেলার যোগ্যতার অর্জন করবে বাছাইপর্ব খেলে। এক্ষেত্রে পয়েন্ট টেবিলের অষ্টম ও নবম তথা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসি’র সহযোগী দেশের সঙ্গে বাছাইপর্ব খেলে মূলপর্বের টিকিট কাটতে হবে। নতুন এই হিসেবের কারণে পয়েন্ট টেবিলের আপাতত সাতের মধ্যে থাকার তাগিদ প্রতিটি দলের মধ্যে। বিশ্বকাপের জন্য র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ হিসাব ধরা হবে এ বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ওই দিন যে দলগুলো র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাতে থাকবে তারা ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে। পাকিস্তানের বর্তমান যে হাল তাকে বাংলাদেশকে পেছনে ফেলা তাদের জন্য কষ্টকর। পাকিস্তানের সামনের সিরিজ মার্চ-এপ্রিলে। দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে তারা। এরপর জুনে রয়েছে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে খুব বেশি ভাল করলে তবেই তাদের শীর্ষ সাতে উঠতে পারবে। এক্ষেত্রে ৭ নম্বরের দল বাংলাদেশকে খারাপ খেলতে হবে। কিন্তু বাংলাদেশ এখন অতো খারাপ খেলার মতো পরিস্থিতিতে নেই।
আইসিসি’র ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দল যথাক্রমে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। -ডেস্ক