(দিনাজপুর২৪.কম) ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দ্বাদশ আসরে হারের ডাবল হ্যাটট্রিক করলো বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা ছয় ম্যাচ হেরে শিরোপার দৌড়ে অনেকটা পিছিয়ে গেল বিরাট কোহলির দল। রোববার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে ব্যাঙ্গালুরু। দলের ব্যর্থতা নিজের উপর নিয়ে কোহিলি বলেন, ‘আমরা প্রত্যাশা অনুযায়ী এই ম্যাচেও খেলতে পারিনি। তবে একটা সময় মনে হচ্ছিল ১৬০ রানে লড়াই করতে পারবো। কিন্তু সেটা হয়নি। এখান থেকে টুর্নামেন্টে ফিরে আসা কঠিন।’ ব্যাঙ্গালুরুর আগের ম্যাচে ২০৫ রান করেও জয় পায়নি। ওই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের ব্যাটিং তা-বে জয় বঞ্চিত থাকে কোহলির দলকে।
দলের এমন ব্যর্থতা নিয়ে বিরাট কোহলি বলেন, ‘দল নিয়ে আমার কিছু বলার নেই। প্রতিদিন অজুহাত দেয়া যায় না। দলের সবাইকে এর থেকে বেশি আর কি বলার আছে। প্রত্যেককে দায়িত্ব নেয়ার কথা বলেছি। কিন্তু এখন পর্যন্ত সেটা চোখে পড়েনি। আমাদের আরো উদ্যমী ক্রিকেট খেলার প্রয়োজন।’ -ডেস্ক