pic-hiliমো. নুরুন্নবী বাবু (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও জিটিভির হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলু সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার তিনি মোটর সাইকেল যোগে দিনাজপুর থেকে হিলি ফেরার পথে ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন।এতে তার ঘাড়ের বাদিকের দু’টি হাড় ভেঙ্গে গেছে।  অর্থোপেডিক্স চিকিৎসক মোকসেরুল ইসলাম মনির কাছে চিকিৎসা গ্রহনের পর তিনি বর্তমানে বাড়িতে বিশ্রামে রয়েছেন। আনোয়ার হোসেন বুলুর দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, পাঁচবিবি পৌর প্্েরসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব, সাংবাদিক গোলাম মোস্তাফিজার রহমান মিলন,উপজেলা যুবলীগ সভাপতি আমিরুল ইসলাম লিটন, ছাত্রলীগ সভাপতি সুমন মন্ডল, সম্পাদক মাহাবুব হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।