hc-dinajpur24(দিনাজপুর২৪.কম) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আট বিচারপতিকে স্থায়ী করা হয়েছে। এ আট জন আগে থেকেই অস্থায়ীভাবে বিচারকের দায়িত্ব পালন করছিলেন। স্থায়ী নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন- বিচারপতি এস এম মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. সোহরাওয়ারর্দী। মঙ্গলবার আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত এ নিয়োগের আদেশ বুধবার জারি করা হয়েছে। শপথ নেওয়ার তারিখ হতে এ নিয়োগ কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডেন্ট প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে এ নিয়োগ দিয়েছেন। -ডেস্ক