afgan-dinajpur24(দিনাজপুর২৪.কম) সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে আফগানিস্তান। প্রাথমিকভাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে বিসিবি বিষয়টি নিয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি।
এদিকে এসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ঈদুল আযহার ছুটির পর বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে একটি ওয়ানডে সিরিজ হতে পারে। তবে কতগুলো ম্যাচ খেলা হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
ইএসপিএন ক্রিকইনফোর শনিবার প্রকাশিত  এক প্রতিবেদনে এসিবির মিডিয়া ম্যানেজার আজিজ ঘারওয়াল জানান, আগামী মাসে বিসিবির সঙ্গে সিরিজ খেলার বিষয়ে আমরা আলোচনা করছি। এখনো কোনো সমঝোতা হয়নি। কোনো তারিখও নির্দিষ্ট করা হয়নি। তবে আমরা আশাবাদী, শিগগির আমারা তারিখ প্রকাশ করতে পারব।
প্রায় এক মাসের সফরে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। তার আগে ঘরের মাঠে একটি ওয়ানডে সিরিজ খেলতে চায় বিসিবি। তবে সেটা আফগানিস্তানের সঙ্গে হবে কিনা, তা নিশ্চিত করেনি বিসিবি। ইএসপিএন ক্রিকইনফো। -ডেস্ক