(dinajpur24.com)সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের ১৬ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েক দিন আগে ঢাকায় আইইডিসিআরে প্রেরণ করা নমুনা পরীক্ষার পর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা চিকিৎসকরা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন- গত তিন দিন আগে আইইডিসিআরের তরফ থেকে রিপোর্ট জানানো হলেও সেগুলো যাচাই করে সোমবার রাতে নিশ্চিত হওয়া গেছে। তবে- রিপোর্ট আসার এক সপ্তাহ আগে থেকেই ওই চিকিৎসকরা কোয়ারেন্টিনে চলে গেছেন।

একই সঙ্গে ওসমানী হাসপাতালে ভর্তি থাকা আরো ৬, শামসুদ্দিন হাসপাতালে ভর্তি থাকা আরো ৯ জন রোগীর করোনা পজিটিভ এসেছে। তারা আগে থেকেই আইসোলেশনে ছিলেন।
এছাড়া ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্টে সিলেট জেলায় নতুন করে ৮ জন, সুনামগঞ্জে ২০ জন, মৌলভীবাজারে ৫ জন ও হবিগঞ্জে ১০ জন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। -ডেক্স