v kompon-dinajpur24(দিনাজপুর২৪.কম) সারাদেশে ভূমিকম্প অনুভুত হয়েছে। বিকাল সাড়ে চারটার পর এ ভূমিকম্প অনুভুত হয়। মিয়ানমারে উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৬.৮। এর প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ কম্পন অনুভুত হয়। আতঙ্কে রাজধানীর বহুতল ভবনের বাসিন্দারা নিচে নেমে আসেন।