(দিনাজপুর২৪.কম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নোংরা রাজনীতি করে না। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশে সরকারের কোন যোগসাজশ নেই। আজ বুধবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিএনসিসি উপনির্বাচন স্থগিতের বিষয়ে সরকারের কোনও যোগসাজশ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যোগসাজশ কথাটি ভালো না। আওয়ামী লীগ নোংরা রাজনীতি করে না। সব কিছুতে সরকারের যোগসাজশ খুঁজে বের করেন কেন?’
তিনি আরো বলেন, ‘আমরা তো আমাদের কাউন্সিলর প্রার্থীও চূড়ান্ত করেছি।
অন্য কোনও দল কা করতে পারে নাই। যেহেতু আদালত স্থগিত করছেন তাই কিছু বলতে পারি না।’
ওবায়দুল কাদের বলেন, ‘হাইকোর্ট এ নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন। হাইকোর্টের এ সিদ্ধান্ত যতক্ষণ বহাল থাকবে ততক্ষণ কাউন্সিলরের তালিকা প্রকাশ করা হাইকোর্টের আদেশ অমান্য করা হবে। তাই আমরা কাউন্সিলরদের নাম এ মুহূর্তে ঘোষণা করতে পারছি না। যতক্ষণ হাইকোর্টের সিদ্ধান্ত বহাল আছে ততক্ষণ আমাদের এ সিদ্ধান্ত মেনে নিতে হবে। এর বাইরে কিছু করা হাইকোর্টের আদেশ অমান্য করা হবে। যদি হাইকোর্টের সিদ্ধান্ত পরিবর্তন হয়,তখন আমরা তালিকা প্রকাশ করবো।