সেতাউর রহমান, রাণীশংকৈল (দিনাজপুর২৪.কম) জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাণীশংকৈল ডিগ্রী কলেজে বৃহস্পতিবার শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কলেজের ৬৮ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করে শিক্ষক প্রতিনিধি হিসেবে প্রফেসার সফিকুল আলমকে ৪১ ভোট, প্রফেসার আবু তাহেরকে ৩২ ভোট এবং শিক্ষিকা প্রতিনিধি হিসেবে সেফালী বেগমকে ৩৮ ভোট প্রদান করে নির্বাচিত করেছেন। অপরদিকে প্রফেসার প্রশান্ত বসাক ৩১, আশরাফ আলী ১৬, সুকুমার মোদক ১৩ এবং নাসরিন আক্তার ৩০ ভোট পেয়েছেন। প্রিজাইডিং অফিসার কলেজ অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম ফলাফল নিশ্চিত করেছেন।