accedent-dinajpur24(দিনাজপুর২৪.কম) ঠাকুরগাওয়ের রাণীশংকৈল কাঁঠালডাঙ্গী সড়কের কেউটান নামক স্থানে বৃহস্পতিবার সকাল ৭টায় লসিমনের সাথে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিউল ইসলাম কেউটান গ্রামের সামেদ আলীর ছেলে।  আশংকা জনক অবস্থায় রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত বলে ঘোষনা করেণ।  রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত সড়ক দুর্ঘটনায় শিশু মৃতের সত্যতা নিশ্চিত করেছেন। —(মোঃ সেতাউর রহমান)