(দিনাজপুর২৪.কম) দিনাজপুরের সিভিল সার্জন অমলেন্দু বিশ্বাস বলেছেন স্বাধীনতা সংগ্রামে যেমন আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম ঠিক তেমনি যক্ষ্মা মুক্ত দেশ গড়তেও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যক্ষ্মা মুক্ত দেশ গড়তে হলে ঐক্যবদ্ধ ও সচেনতার মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি মানুষের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার মধ্য দিয়ে যক্ষ্মা রোগ নির্মূল করতে জিও-এনজিও সকলকে এগিয়ে আসতে হবে। “ঐকবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত দেশ হবে” -এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ মার্চ বৃহস্পতিবার সিভিল সার্জন অফিস দিনাজপুর আয়োজিত এবং নাটাব, ব্র্যাক, ল্যাম্ব-দিনাজপুরের সহযোগিতায় বিশ^ যক্ষ্মা দিবস- ২০১৬ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটাবের সভাপতি তাহের উদ্দিন আহমেদ, সহ-সভাপতি খতিব উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কার্যালয়ের মোঃ কাওছার উদ্দিন, জেলা ব্র্যাকের প্রতিনিধি মোঃ মহসিন আলী, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মোঃ ফিরোজ শাহনিয়া, উপজেলা ব্যবস্থাপক মোঃ মোশারুল হক, জেএসএস মোঃ শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শামীম আরা নাজনীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ল্যাম্বের সিনিয়র মেডিকেল অফিসার গোলাম মোস্তফা সরকার, শিরিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ এমদাদুল হক, টিবি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট সঞ্চিতা দাস, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভায় এডিসি (সার্বিক)