
রাইডার্সের ব্যাট হাতে ৪৪ রানে অপরাজিত রুশো হার নিয়েই মাঠ ছাড়েন। মোহাম্মদ মিঠুন ৩১ বলে ৩০ ও ওপেনার ক্রিস গেইল করেন ১৪ বলে ২৩ রান।
৪ ওভারের স্পেলে ২২ রানে দুই উইকেট নেন রাজশাহী কিংসের পাকিস্তানি স্পিনার মোহাম্মদ হাফিজ। ২ ওভারে ২২ রানে দুই উইকেট নেন রাজশাহী কিংসের স্বদেশি পেসার কামরুল ইসলাম রাব্বি।
মিরপুরে ১৩৫/৮ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে রাজশাহী কিংস। ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি কিংসের কোনো ব্যাটসম্যানই। সর্বোচ্চ ৪২ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসান। পাঁচ নম্বরে ব্যাট হাতে ৩৬ রানের ইনিংসে দুটি চার ওএকটি ছক্কা হাঁকান জাকির। রান আউট হওয়ার আগে ২৬ রান করেন রাজশাহী কিংসের পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। ব্যক্তিগত ১৪ রানে রানআউটে কাটা পড়ে রাজশাহীর ডাচ ব্যাটসম্যান রায়ান টেন ডেসকাটার উইকেটও।
বল হাতে ৪ ওভারের স্পেলে মাত্র ১৭ রানে দুই উইকেট নেন পেসার ফরহাদ রেজা। রংপুর রাইডার্সের ৪ ওভারের স্পেলে ২২ রানে দুই উইকেট নেন অপর পেসার মাশরাফি বিন মুর্তজা। আসরে ৪ ম্যাচে দ্বিতীয় জয় দেখলো রাজশাহী কিংস। আর শিরোপাধারী রংপুরের এটি পাঁচ ম্যাচে তৃতীয় হার। -ডেস্ক