sahid-dinajpur24(দিনাজপুর২৪.কম) শহীদ কাপুর তার মেয়ে মিশাকে ছাড়া একদণ্ড চলতে পারেন না।  তাইতো ‘‌পদ্মাবতী’‌ ছবির শ্যুটিংয়েও মেয়েকে কোলে নিয়ে হাজির হলেন তিনি। ১ নভেম্বর থেকে ছবির শ্যুটিং শুরু করেন রণবীর সিং। তার দু’‌সপ্তাহ পর কাজে যোগ দেন দীপিকা পাড়ুকোনও।

‘‌ঘুমর’‌ নামক একটি গানের দৃশ্যে তার সঙ্গে শ্যুটিং করার কথা ছিল শহীদের। কিন্তু ছোট্ট মিশাকে ছেড়ে শ্যুটিংয়ে যেতে কিছুতেই মন চাইছিল না তার। অগত্যা মেয়েকে কোলে করেই সেটে হাজির হন। তাতে অবশ্য একটুও চটেননি পরিচালক সঞ্জয় লীলা বানশালি। বরং শ্যুটিংয়ের ফাঁকে মিশার সঙ্গে খুনসুটি করে কাটিয়েছেন তিনি।

মিষ্টি মিশার সঙ্গে সময় কাটিয়েছেন দীপিকাও। সেটের বাকি কলাকুশলীদেরও মন জয় করে নিয়েছে সে। রোজ তাকে সেটে নিয়ে আসতে হবে বলে শাহিদের কাছে বায়না জুড়েছেন সকলে।

উল্লেখ্য, চিতোরের রানী পদ্মিনী এর গল্প অবলম্বনে ‘‌পদ্মাবতী’‌ ছবিটি তৈরি করছেন সঞ্জয় লীলা বানশালি। রানী পদ্মিনী এর ভূমিকায় দীপিকা এবং তার স্বামী মহারাণা রতন সিংয়ের চরিত্রে অভিনয় করছেন শহীদ। আর রণবীর রয়েছেন আলাউদ্দিন খিলজির চরিত্রে। -ডেস্ক