man-ct-dinajpur24(দিনাজপুর২৪.কম) ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসির বিপক্ষে ম্যাচের ঘটনায় ক্ষমা চাইলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। শনিবার নিজেদের মাঠে ওই ম্যাচে চেলসির কাছে ৩-১ গোল হার দেখে ম্যানচেস্টার সিটি। আর খেলার দ্বিতীয়ার্ধের যোগ হওয়া সময়ে বাজে ফাউলের ঘটনায় লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন ম্যান সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফারনানদিনহো। ম্যাচের ইনজুরি সময়ের চতুর্থ মিনিচে চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজকে ল্যাং মেরে লাল কার্ড দেখেন আগুয়েরো। আর অল ব্লুদের স্প্যানিয়ার্ড তারকা সেস ফ্যাব্রিগাসকে ধাক্কা দিয়ে মাঠের বাইরে ফেলে লাল কার্ড দেখেন ফারনানদিনহো। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে কোনো দলকে ৯ জন নিয়ে খেলা শেষ করতে দেখা গেল মাত্রই তৃতীয়বার। ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, এভাবে খেলা শেষ হতে দেখাটা কষ্টদায়ক। এটা আমার পছন্দ নয় এবং আমি ঘটনার জন্য ক্ষমা চাইছি। আমি মনে করি না, আগুয়েরো ইচ্ছা করে মারতে গিয়েছিল। -ডেস্ক