manna-dinajpur24(দিনাজপুর২৪.কম) বিনা বিচারে কারাবন্দী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নিঃশর্ত মুক্তির দাবিতে মানবন্ধন করেছে নাগরিক ছাত্র ঐক্য। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয় হয়। এসময় বক্তারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তি, জনগণের কন্ঠস্বর মান্নার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সরকার। এটা বন্ধ করা দরকার। দীর্ঘ ২১ মাস ধরে মান্নাকে বিনা বিচারে কারাগারে আটকে রাখা হয়েছে। কিন্তু গত ২১ মাসেও সরকার মান্নার বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ হাজির করতে পারেনি। এমনকি মূল অভিযোগের কোনো ভিত্তিও আদালত পায়নি। বক্তারা আরও বলেন, মান্না কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। তার উন্নত চিকিৎসা দরকার। বিভিন্ন সময় মান্না সরকারের দুর্বলতা নিয়ে কথা বলেছেন ও দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন বলেই তার প্রতি নৃশংস দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অবিলম্বে মান্নাকে নিঃশর্ত মুক্তি না দিলে দেশবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান এর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন জেএসডি’র সভাপতি আ.স.ম আব্দুর রব, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা হাজী ইসলাম উদ্দিন, খন্দকার সেলিম, গণফোরামের নেতা রফিকুল ইসলাম পথিক, ঐক্যবদ্ধ ছাত্রসমাজের সভাপতি আজম রূপু, বিএনজিপি’র সাংগঠনিক সম্পাদক রনি ইমরান প্রমুখ। -ডেস্ক