(দিনাজপুর২৪.কম) নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মানুষ সন্ত্রাসী-স্বাধীনতা বিরোধীদের রাজনীতিকে ঘৃণা করে। বিকল্পও নয়; আবার তৃতীয়ধারাও নয়; দেশের মানুষ সত্যিকারের দেশপ্রেমিদের পক্ষে আছে, থাকবে। ১৩ জানুয়ারী বিকেল ৩ টায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘নির্বাচনে নতুনধারা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের Representation of the People order, 1972(P.O.No.155 of 1972) এর Article 90A এর অধীন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নকল শর্ত মেনে নতুনধারা বাংলাদেশ-এনডিবির আবেদন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আমরা নিবন্ধিত হবোই ইনশাল্লাহ। সভায় সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ-এনডিবির প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ। বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিয়িাম মেম্বার আহমেদুল কবির খান কিরণ, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরাম সিনিয়র যুগ্ম মহাসচিব মাহামুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, মনির জামান, ফরহাদ শিমুল, শেখ রেজাউল করিম, হরিদাস সরকার, ইশরাত রুবাইয়া প্রমুখ।