(দিনাজপুর২৪.কম)মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক সেনাদের দ্বারা, রাজাকার-আলবদর, শান্তি কমিটির সদস্যদের দ্বারা নির্যাতিত দুঃস্থ্য শীতার্ত ১৫ জন বীরঙ্গণাকে এবং মুক্তিযুদ্ধে যারা দেশের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে এদেশ স্বাধীন করেছে সেই সব শহীদ পরিবারের সদস্যদের মাঝে ২১ জানুয়ারী মঙ্গলবার ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুর এবং বাংলাদেশ সোস্যাল ডেভেলপমেন্ট একাডেমী (বিএসডিএ) দিনাজপুরের যৌথ উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুরের সভাপতি ও বিএসডিএ’র নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুস ছালাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুরের সাধারন সম্পাদক ও দিনাজপুর সরকারি মহিলা কলেজের বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ) মোঃ সাইফুদ্দীন এমরান। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ও রানীশংকৈল উপজেলা বিএসডিএ’র শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Home বিভিন্নজেলা মহান স্বাধীনতা যুদ্ধে বীরঙ্গনা নারীদের বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুরের উদ্যোগে কম্বল বিতরণ