dha-dinajpur24(দিনাজপুর২৪.কম) ঈদ উদযাপনে রাজধানী ঢাকার অনেকেই দেশের বাড়িতে পাড়ি জমিয়েছেন। অন্যদিকে যারা রয়ে গেছেন, পরিবার পরিজন নিয়ে তাদের অনেকেই ঈদ আনন্দ উদযাপন করতে ভিড় জমাচ্ছেন নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের পরদিন বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
রাজধানীর চিড়িয়াখানা, শিশুপার্ক, জাদুঘর, হাতিরঝিলসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, পারিবার-পরিজন, আত্মীয়-বন্ধুদের সাথে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে সরগরম এসব এলাকা। অনেকে আবার বন্ধুদের সাথে ফাঁকা ঢাকার রাজপথে ঘুরে বেড়াচ্ছেন।
চিড়িয়াখানায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঘুরতে এসেছেন কলাবাগান এলাকার রাইসুল ইসলাম। তিনি  জানান, ঈদের দিন সাধারণত কোরবানি নিয়ে ব্যস্ত থাকায় কোথাও বের হওয়ার ফুরসত থাকে না। তাই ঈদের পরদিনই সন্তানদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন। সন্তানদের কথা মাথায় রেখেই চিড়িয়াখানায় ঘুরতে আসা।
তাদের সঙ্গে থাকা ৫ বছর বয়সী জুয়েল জানায়, চিড়িয়াখানায় ঘুরতে তার খুব ভালো লাগছে। তার কাছে সবচেয়ে ভালো লেগেছে বাঘ।
দিনভর ছোটদের হৈ-হুল্লোড়ে মুখরিত রাজধানী শাহবাগের শিশু পার্ক। বড়দের সাথে নিয়ে ছোটরা ঘুরতে এসেছে নিজেদের সবচেয়ে প্রিয় স্থানটিতে।
মামার সাথে ঘুরতে এসেছে ৭ বছর বয়সী তানজিম রহমান। ছোট্ট এই শিশু দ্য রিপোর্টকে জানায়, শিশুপার্কের বিভিন্ন রাইডে চড়ে তার বেশ ভালো লেগেছে।
তার মামা মাসুম জানান, শিশু তানজিমকে কোথায় ঘুরতে নিয়ে যাওয়া যায় ভাবতেই শিশু পার্কের কথা মাথায় আসল। তাই এখানে তাকে নিয়ে আসা। এখানে এসে সে খুব আনন্দ পেয়েছে। অন্য শিশুদের সাথে খেলছে।
তরুণদের বিনোদন কেন্দ্রের মধ্যে দিন দিন অন্যতম হয়ে উঠছে রাজধানীর হাতিরঝিল। সময় পেলেই তরুণরা আড্ডা দিতে চলে আসেন এ জায়গাটিতে। ঈদ উপলক্ষেও এ এলাকায় প্রিয় বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠতে দেখা গেছে অসংখ্য তরুণকে।
রাজধানীর একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুল ইসলাম। তিনি জানান, ঢাকাতেই তাদের বাসা। ঈদের সময় ফাঁকা ঢাকা ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছে। বিকেলের সময়টাতে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে এসেছেন হাতিরঝিলে। -ডেস্ক