P1050726লিটন মন্ডল (দিনাজপুর২৪.কম) সরকারের পাশাপাশি এনওজিও সংস্থা বিওয়াইএফসির উদ্যোগে গোপালগঞ্জ জেলা কোটালিপাড়া উপজেলা, পশ্চিম দেবগ্রাম, মনোহর মাকেটে গ্রহণ করা হয়েছে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা। এই প্রচারণাকে স্বাগত জানিয়েছে স্থানীয় প্রশাসন ও জনসাধারণ।  বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কন্সার্ন্স (বিওয়াইএফসি) কোটালিপাড়া  এর আয়োজনে  মাদকদ্রব্যের নিয়ন্ত্রন এর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত “মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারী ২০১৭” উপলক্ষ্যে সারা মাস ব্যাপি ডোর টু ডোর , উঠান বৈঠক, গণমাইকিং ,  এছাড়াও ২৯ শে জানুয়ারি বি ওয়াই এফসি হল রুমে ১০:৩০ মিনিটে শুরু হয় মানববন্ধন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে পবিত্র কোরান তেলাওয়াত করেন  মো: মালেক মোল্ল, পবিত্র গীত পাঠ করে বাবু জিতেন্দ্র নাথ বসু, পবিত্র বাইবেলপাঠ করে পাষ্টর (এজি চার্চ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,কাজী তামজীদ, সহকারী কমিশনার (ভুমিএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কোটালিপাড়া)বিশেষ অতিথি জনাব, শামীন হোসেন, সহকারী পরিচালক, আরো উপস্থিত ছিলেন মি: মিন্টু হালদার প্রোগ্রাম ম্যানেজার, গোপালগঞ্জ, মি: জন অমৃত মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার বি ওয়াই এফসি , কোটালিপাড়া, আমরা মাদকের বিপক্ষে নই। মানুষ যেন মরণ নেশা থেকে দূরে থাকে ভবিষ্যত প্রজন্ম যুব সমাজ যেন সঠিকভাবে বেড়ে ওঠে দেশও জাতির সেবা কারতে পারে আমরা সেই প্রচারণা চালাই। অদূর ভবিষ্যতে কোটালিপাড়া উপজেলায় আমাদের মাদকদ্রব্য বর্জনে আরও অনেক কর্মসূচীর পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান করে বি ওয়াই এফসি কিড্স হোমের মেয়েরা, অনুষ্ঠানে উপস্থাপনা করে কাকলি, কমল সরকার পি, ও , সবিতা হালদার, লক্ষণমধু, সুধীর, ভলেন্টিয়ার বৃন্দু শ্লোগান যে মুখে মা বলি সেই মুখে মাদক কে না বলি।