mohitul-dinajpur24(দিনাজপুর২৪.কম) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বাদী মো. মোহিতুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কিডনি ও ফুসফুসের রোগে ভুগছিলেন।
মোহিতুল ইসলাম বঙ্গবন্ধুর আবাসিক একান্ত সহকারী ছিলেন। ১৯৯৬ সালে ২ অক্টোবর তিনি ধানমন্ডি থানায় বঙ্গবন্ধু হত্যা মামলাটি করেন।
মোহিতুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। -ডেস্ক