rohim-dinajpur24(দিনাজপুর২৪.কম) দেশের সংবিধান প্রণেতা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক দিনাজপুরের বিশিষ্ট আইনজীবী সাবেক এমপি এ্যাডভোকট এম. আব্দুর রহিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। তিনি রোববার বেলা ১২ টায় বারডেম হামপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বাধ্যর্কজনিত কারণে তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি যুদ্ধাপরাধী ট্রাইবুনাল-১ বিচারপতি এনায়েতুর রহিম এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পিতা। মৃত্যুকালে এম.আব্দুর রহিম, স্ত্রী, দুই ছেলে,৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মুত্যুতে দিনাজপুরে নেমে এসেছে শোকের ছায়া।