ima-dinajpur24(দিনাজপুর২৪.কম) সেলফির পর এখন ফেসবুক মাতিয়ে রাখছে ফেসবুক লাইভ। আর এই ফেসবুক লাইভের এতটাই বাম্পার ফলন দেখা যাচ্ছে যে, এর জ্বালায় অনেকেই অতিষ্ঠ হয়ে পড়ছেন। চলুন তো দেখে আসি ফেসবুকের লাইভে থাকাদের হাল-হকিকত!

ফেসবুকের নতুন ফিচার ফেসবুক লাইভ এখন তুমুল জনপ্রিয় । সেই সাথে বিতর্কিতও । লাইভের মাধ্যমে যেমন ভালো কাজগুলোও প্রচার হচ্ছে খুব দ্রুত তেমনি কিছু বখে যাওয়া ছেলে-মেয়ে এটাকে ব্যবহার করছে যৌন সুরসুরি মূলককাজে ।

লাইভে এসে সবার সামনে নিজের কাপড় খুলে গোপন  অঙ্গকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো যেন প্রতিদিনের ব্যাপার হয়ে উঠেছে ।

প্রায় দিনই মধ্যরাতে শুরু হয় এমন সুরসুরি মূলক লাইভ। আর অপনিতে যুবসমাজ হুমড়ি খেয়ে পড়ছে ওই সব লাইভ দেখতে।

ইতোমধ্যে এমন যৌন সুরসুরির লাইভ করেই পর্ণো তারকা সানি লিয়নকেও হার মানিয়ে দিয়েছে। -ডেস্ক