(দিনাজপুর২৪.কম) রোটারী ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট মিসেস. দিলরুবা চৌধুরী বলেছেন প্রতিবন্ধী ব্যক্তিরাও আমাদের সমাজের মানুষ। আমাদের মত তারাও আনন্দে পবিত্র ঈদ উদ্যাপন করুক। পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ সভার ঘরে ঘরে আসুক।
গতকাল বুধবার মহাবলীপুর আরসিসি কার্যালয় প্রাঙ্গণে রোটারী ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতিবন্ধী দুঃস্থ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি সভাপতির বক্তবে উপরোক্ত কথা গুলো বলেন। এসময় ক্লাব সেক্রেটার পিপি বিমল কুমার দেব, আইপিপি মনোয়ারুল হক মার্শাল, পিপি রঞ্জিত কুমার সিংহ, পিপি আব্দুস সালাম তুহিন, রোটাঃ ডা. ওহেদা রহমান, রোটাঃ সৈয়দ আব্দুস সাত্তার, ও পাস্ট ফাষ্ট লেডি আইপিপি মনোয়ারুল হক মার্শালের পতœী সিদ্দীকা খানম ও আরসিসির মুখ্য নেতা মোঃ আলাউদ্দীন। ক্লাবের সদস্যবৃন্দ দুঃস্থ অসহায় প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেন।