SAMSUNG CAMERA PICTURES

বিষ্ণপদ রায় (দিনাজপুর২৪.কম) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে  শিক্ষার্থীদের প্রধান অভিভাবক মাদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ইমদাদুল হক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা  নির্বাহী অফিসার (ইউএনও) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার,পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ- কে এম শওকত হোসেন,ম্যানেজিং কমিটির সদস্য- আনিছুর রহমান চৌধুরী, পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক- মফিজুল ইসলাম, শিক্ষক- প্রফুল কুমার রায়,মুক্তিযোদ্ধা কমান্ড আহবায়ক শিক্ষক নূরনবী চঞ্চল প্রমুখ ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেস ক্লাব সাধারন সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, পীরগঞ্জ রিপোর্টাস ইউনিটি  সভাপতি বিষ্ণুপদ রায়, সাংবাদিক দীপেন রায়,মোকাদ্দেস হায়াত মিলন, বন্ধুশোভা সাবেক সভাপতি দেলোয়র হোসেন দুলাল,শিক্ষার্থীসহ শিক্ষক প্রতিনিধি, জন প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, বিদ্যালয়ের শিক্ষকদের সাথে অভিভাবকদের যোগাযোগ, শিক্ষার্থীদের প্রতি মায়েদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।