(দিনাজপুর২৪.কম) বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তবর্তী নরদেবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মমিনুল ইসলাম মমিন জানান। নিহতের নাম মোসলেমা ওরফে হামিদা (৫৫)। তার ছেলে রফিকুল ইসলাম রাতেই সদর থানায় অজ্ঞাতপরিচয় দুই জনকে আসামি করে মামলা করেছেন। সদর থানার এসআই রঞ্জু ইসলাম জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত পওয়া গেছে। “এর পেছনে পারিবারিক বিরোধ, প্রতিবেশীদের সঙ্গে বিরোধ বা সীমান্ত এলাকার কোনো ঘটনার সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে,” বলেন ওসি। মামলার বাদী রফিকুল জানান, সন্ধ্যায় ইফতারের পর তার মা মোসলেমা ঘরে নামাজ পড়ছিলেন। তার স্ত্রী মদিনা বেগম রান্না ঘরে ছিলেন। “হঠাৎ চিৎকার শুনে মদিনা বাড়ির উঠোনে এসে দেখে দুই জন মোসলেমার ঘর থেকে বের হয়ে আসছে। তারা মদিনাকে থাপ্পর মেরে ও ধাক্কা দিয়ে পালিয়ে যায়।” মদিনা পরে ঘরে গিয়ে শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় নিথর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। “ওই দুজনের বয়স ২৫/২৬ বছর হবে। তাদের পরনে হাফ হাতা গেঞ্জি ও লুঙ্গি ছিল। একজনের হাতে ধারালো অস্ত্রও ছিল। অন্ধকারে তাদের চিনতে পারিনি।”
নিহতের ছেলে রফিকুল স্থানীয় বাজারে ব্যবসা করেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। -(ডেস্ক)