
গত ২০/০৮/২০১৯ তারিখে আটোয়ারী থানা এলাকার মোঃ সাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে তার বসত বাড়ী হতে গ্রেফতার করে তার বাড়ী হতে চার্জার সহ ৬টি ল্যাপটপ ও ১টি এলসিডি মনিটর উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে উক্ত চুরির সঙ্গে সম্পর্কিত অন্যান্য আসামীদের মধ্যে ২ জনের হেফাজত হতে চার্জার সহ ০৯টি ল্যাপটপ উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা সদর হতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের সহায়তায় ০৩ জন আসামীকে গ্রেফতার পূর্বক ০৬টি চার্জারসহ ল্যাপটপ উদ্ধার করা হয়। গত ১৫/০৮/২০১৯ তারিখ সন্ধ্যা ০৭.২০ ঘটিকার দিকে আসামী সাইদুল সহ অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কয়েজন পাহারার দায়িত্বে নিয়োজিত থাকে। তাদের মধ্যে কয়েক জন দোতলায় উঠে আই,এল,সি ল্যাবের থাই গ্লাস খুলে জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে চুরি যাওয়া মালামাল গুলি বাহিরে নিয়ে আসে। পরবর্তীতে ২১ টি ল্যাপটপ ও ০১টি এলসিডি মনিটর তারা সঙ্গে আনা বস্তায় ভরে আলাদা ভাবে বাড়িতে রেখে দেয়। এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার কর্তৃক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) এর নেতৃত্বে অফিসার ইনচার্জ আটোয়ারী সহ তদন্তকারী কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যরা নিবিড় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার সহ চুরি যাওয়া সকল আলামত উদ্ধার করতে সক্ষম হয়। অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।