niyeka-dinajpur24(দিনাজপুর২৪.কম) দেশীয় সিনেমায় সাধারণত নায়কদেরই মাতাল চরিত্রে দেখা যায়। নায়ক রাজ রাজ্জাক থেকে শুরু করে দেবদাস’খ্যাত বুলবুল আহমেদ, চিত্রনায়ক আমিন খানসহ হালের অনেক নায়ককেই চরিত্রের প্রয়োজনে সিনে পর্দায় ভরপুর মদ খেয়ে মাতালের রূপে দেখা গেছে। মাতাল হয়ে নাচ গান করছেন তারা। কখনোবা প্রেমিকার ধোঁকাতেও মদের বোতল হাতে রাস্তায় রাস্তায় নায়কদের গান গাইতে দেখা গেছে।

জলসা ঘরের সেই সময়কাল থেকে হালের আইটেম গানের দৃশ্যেও ভিলেনদের অবিরত মদ খেয়ে উচ্ছ্বাস করতে দেখানো হয় বড় পর্দায়। কিন্তু ঢালিউডে নায়িকাকে কী কখনো মাতাল হতে দেখা গেছে? ইতিহাস হাতড়ালে হয়তো দু /একটি দৃশ্যে নায়িকাদের মাতাল হবার সিনেমার নাম পাওয়া যাবে। তবে মাতালের ভূমিকাতে অভিনয় করা নায়িকা খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর।

এবার সেই অদেখা ঘটনাই ঘটতে যাচ্ছে ঢালিউডে! ড্যাশিং ডিরেক্টর শাহীন সুমন পরিচালিত নতুন ছবি ‘মাতাল’-এ নায়িকাকে মাতালের চরিত্রে দেখানো হবে। ছবিতে অভিনয় করবেন অধরা খান, আসিফ নূর ও সুমিত।

১২ ফেব্রুয়ারি ছবিটির মহরত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিচালক। এ ব্যাপারে জানতে চাইলে অধরা খান বললেন, ‘শাহীন সুমন (ভাই) আমাকে বলেছেন মাতালের চরিত্রে কাজ করতে হবে! বিষয়টি সত্যিই খুব চ্যালেঞ্জিং।

ছবির নাম ভূমিকায় অভিনয় করবো ভেবে খুব ভালো লাগছে। আপাতত এর বেশি কিছু বলতে চাই না’। অধরা খান, আসিফ নূর ও সুমিত এই তিন নবাগতকে নিয়ে একই পরিচালক এখন তৈরি করছেন ‘পাগলের মতো ভালোবাসি’ নামে সিনেমা।

এ ছবির কাজ এখন শেষ পর্যায়ে। ঢালিউডের ব্যবসা সফল সিনেমার পরিচালক শাহীন সুমন লাভ ম্যারেজ, ভালোবাসার রঙ, মন যেখানে হৃদয় সেখানে, জন্ম তোমার জন্য,সন্তান আমার অহংকার, সমাধিসহ অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। -ডেস্ক