sal-dinajpur24(দিনাজপুর২৪.কম) বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্টুরের সম্পর্কের কথা সবারই জানা। এরই মধ্যে তাদের বিয়ে কবে হচ্ছে সেটা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনার। তবে এসবের মধ্যেও সাবেক প্রেমিকা কাটরিনার প্রতি সালমানের দূর্বলতা এখনো রয়ে গেছে বলে সবাই ধারণা করছেন। আর তাকেই যেন প্রতিনিয়ত মিস করেন এমনটাও প্রকাশ পেয়েছে। সম্প্রতি ‘কফি উইথ করণ সিজন ৫’-এ ১০০তম পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছেন সালমান।  সঙ্গে ছিলেন সোহেল এবং আরবাজ খান। তারই প্রোমো দেখা গেছে টিভিপর্দায়।  এখনও প্রচারে আসেনি। তাহলে কি করবেন সালামান? যা দেখে এখনই তাকে ও কাটরিনাকে ঘিরে শুরু হয়েছে নয়া জল্পনা। করণ র‌্যাপিড ফায়ার রাউন্ডে সোহেল খানকে সেরা নায়িকাদের নম্বর দিতে বলেন। কিন্তু প্রোমোতে দেখা গেছে সোহেলকে উত্তর না দিতে দিয়ে সালমান চেঁচিয়ে বলছেন, ‘কাটরিনা ক্যাটরিনা ক্যাটরিনা, ও থাকবে এক থেকে চারের মধ্যে।’ বাধ্য হয়ে করণ হাসতে হাসতে মনে করিয়ে দেন, প্রশ্নটা ছিল সোহেল খানের জন্য। কিন্তু তাতে কি আর সালমানকে আটকানো যায়? সম্প্রতি বিয়ে নিয়ে যাবতীয় গুজব উড়িয়ে দিয়ে সালমনকে ‘ভাল বন্ধু’ বলে ব্যাখ্যা দিয়েছেন লুলিয়া। তার পরই প্রকাশ্যে কাটরিনাকে নিয়ে গলা ফাটালেন এই সুপারস্টার। সে কারণেই সাবেক প্রেমিকার প্রতি ভাইজানের অবসেশন নিয়ে ফের শুরু হয়েছে নতুন গুঞ্জন।-ডেস্ক