theron-dinajpur24(দিনাজপুর২৪.কম) হলিউড বক্স অফিসে ধারাবাহিকভাবে অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী চার্লিজ থ্যারন। রোমান্টিক, হরর, থ্রীলার, ড্রামাসহ সব ধরনের ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন দর্শকমহলে। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে তার নতুন ছবি ‘দ্য লাস্ট ফেস’। এ ছবিটি এ বছরের কান উৎসবে প্রদর্শিত হয়েছে। নতুন খবর হলো জেসন রেইটমেন পরিচালিত ‘টালি’ নামক একটি ছবিতে এবার অভিনয় করছেন তিনি। বর্তমানে এ ছবির শুটিং নিয়ে চলছে তার ব্যস্ততা। কমেডি-ড্রামানির্ভর এ ছবিতে একজন আধুনিক মনমানসিকতার রাফ এন্ড টাফ তরুণীর ভূমিকায় দেখা যাবে তাকে, যে কিনা কোন কিছুই পরওয়া করে না। কেবল নিজের মর্জিমাফিক চলেন। চমকের বিষয় হলো এ ছবির একটি দৃশ্যে সম্প্রতি নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন এ অভিনেত্রী। এর আগে অনেক ছবিতে ব্যাপক খোলামেলা হয়েছেন। পাশাপাশি বিভিন্ন অভিনেতার সঙ্গে ঘনিষ্টও হয়েছেন। তবে পর্দায় এবারই পুরোপুরি নগ্ন থ্যারনকে আবিস্কার করতে পারবেন দর্শক। এ ছবির একটি স্নানের দৃশ্য করতে গিয়ে এভাবে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তবে ছবিটি নিয়ে দারুণ আশাবাদি এ অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘টালি’ ছবিটি একদমই আলাদা ধরনের কমেডি ছবি। এখানে আমার চরিত্রটিও অনেক ভিন্নধর্মি। আমার বিশ্বাস অনেক ভালো কিছুই হতে চলেছে। -ডেস্ক