
প্রাক্তন ভারত অধিনায়কের কোলে সরফরাজের ছোট্ট ছেলে আবদুল্লা৷ ভারত-পাক মহারণের আগে ভাইরাল হয়েছিল সেই ছবি৷ চিরপ্রতিদ্বন্দ্বী দলের অধিনায়কের সন্তানকে কাছে টেনে নেওয়ায় পাক মুলুকের মনও জয় করেছিলেন মাহি৷ সম্প্রতি এক পাক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফাইনালের আগের দিনের সেই ঘটনার কথা জানালেন অধিনায়ক সরফরাজ। বললেন, “টিম হোটেলে আমরা একে অপরের কাছাকাছিই ছিলাম৷ আমি পরিবারের সঙ্গে হোটেলের লবিতে বসেছিলাম৷ তখনই দেখি ধোনি আসছেন৷ আমিই সঙ্গে সঙ্গে তাঁর কাছে যাই৷ তখনই আবদুল্লাকে কোলে নিয়ে ছবি তোলেন তিনি৷ ধোনি একজন বড়মাপের ক্রিকেটার, বড়মাপের অধিনায়কও৷ ওঁর কোলে ওঠার সৌভাগ্য হল আবদুল্লার৷ ওর জন্যও দারুণ একটা স্মৃতি থেকে গেল৷ বড় হয়ে জানবে কী ভাল মুহূর্ত ছিল ওটা।” -ডেস্ক