(দিনাজপুর২৪.কম) মহেন্দ্র সিং ধোনির পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। ইনস্ট্রাগ্রামে এক আবেগঘন পোস্ট দিয়ে রায়না বিদায়ের ঘোষণা দেন।
আজ শনিবার রাতে ইনস্টাগ্রামে রায়না লেখেন, ‘আপনার সাথে (ধোনি) ক্রিকেট খেলাটা খুব ভালো করে উপভোগ করেছি। আর এই সফরে আমি আপনার সাথেই থাকব। ধন্যবাদ ভারত। জয় হিন্দ।’
এর কিছুক্ষণ আগেই অবসরের ঘোষণা দিয়ে ধোনি লেখেন, ‘আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ রাত ৭টা ২৯ মিনিট থেকে (স্থানীয় সময়) অবসর প্রাপ্ত হিসেবে গণ্য করবেন।’
টেস্টে অভিষেক হয় ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। সর্বশেষ খেলেন ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৮ টেস্টে তার রান ৭৬৮। টি-টোয়েন্টিতে অভিষেক হয় ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সর্বশেষ খেলেন ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ৭৮ টি-টোয়েন্টিতে তার রান ১ হাজার ৬০৫। -ডেস্ক