deepika(দিনাজপুর২৪.কম)বলিউডের গণ্ডি ছাড়িয়ে হলিউডে নাম লিখিয়েছেন। এরইমধ্যে ছবির শুটিংও সেরে ফেলেছেন তিনি। গত বছরও বলিউডে সুপারহিট নায়িকাদের সবার উপরে অবস্থান ছিল। তিনি দীপিকা পাড়–কোন। জীবনের সেরা সময়ে এসেও আক্ষেপ রয়ে গেছে তার। নয় বছরের ক্যারিয়ারে একাধিক ছবির সফল নায়িকা দীপিকা। পুরস্কার, যশ, খ্যাতি সবই পেয়েছেন তিনি। তবুও কেন এ আফসোস? হ্যাঁ, দীপিকার কষ্টের কারণ যশরাজ চোপড়া। যার ছবিতে তিনি অভিনয়ের সুযোগ পাননি। সম্প্রতি গণমাধ্যমকে দীপিকা বলেন, অনেক ছবিতে অভিনয় করেছি। প্রশংসা পেয়েছি। মানুষের ভালোবাসা পেয়েছি। সে সঙ্গে পুরস্কার তো আছেই। এসব থেকেও আমি নিজেকে পরিপূর্ণ ভাবতে পারছি না। কারণ, যশ চোপড়ার সঙ্গে কোনো ছবিতে কাজ করতে পারিনি। তার কোনো ছবিতে অভিনয়ের সুযোগ পেলে ধন্য হতে পারতাম। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তিনি আমার খুব ফেভারিট একজন মানুষ ছিলেন। আমিও তার পছন্দের পাত্রী ছিলাম। অবশ্য দীপিকার সমসাময়িক নায়িকা কাটরিনা কাইফ যশ চোপড়ার সঙ্গে ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে অভিনয় করেছেন। কিন্তু দীপিকার ভাগ্য সহায় হয়নি। হয়তো এই আক্ষেপ তাকে চিরকালই পোড়াবে। বলিউডে শুরুটা দারুণ হলেও মাঝপথে কিছুটা বেগ পেতে হয়েছে দীপিকাকে। তবে ‘ককটেল’ ছবি দিয়ে নিজেকে মেলে ধরেন তিনি। এরপরের কথা সবারই জানা। একের পর এক হিট ছবির তার ঝুলিতে। পেয়েছেনও আকাশছোঁয়া সাফল্য। বর্তমানে ‘পদ্মাবতী’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা।