(দিনাজপুর২৪.কম) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দর নামক স্থানে অজ্ঞাতভাবে মৃত রতন কুমার (৩০) নামে এক সুইপারের লাশ পুলিশ উদ্ধার করেছে। নিহত রতন রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে সুইপার হিসাবে কর্র্মরত ছিল। হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল বাশার জানান, রতন কুমার দিনাজপুর শহরের বালুবাড়ী সুইপার কলোনীর রহিত লালের ছেলে। সে এর আগে চিরিরবন্দর থানাায় সুইপার হিসাবে কাজ করেছে।
রোববার ভোরে চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দরে আত্রাই নদীর কাছে দিনাজপুর-রংপুর মহাসড়কে লাশটি পড়েছিল। লাশের মাথা থেতলানো ছিল। পুলিশের ধারনা কোন মটর গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।