
রাসেল (দিনাজপুর২৪.কম) শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের হরিজন সম্প্রদায়ের পল্লী (সুইপার) ১০টি বাড়িতে আগুন দেয় দৃষ্কতকারীরা। আগুনে ১০টি বাড়ী সম্পূর্ণ ভ’ষিভুত হয়েছে স্থানীয় ফায়ার সার্ভীস ও এলাকাবাসির প্রচেষ্টায় আগুন নেভানো হয়। সেতাবগঞ্জ ষ্টেশনপাড়া আইয়ুব আলীর ছেলে জুয়েল রানা (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ,বোচাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হাবিুল হক প্রধান নিশ্চিত করেছেন। বাড়ি ঘর আগুনে পুড়ে যাওয়া সবশান্ত কয়েকজনের সাথে কথা বললে তারা কান্না জর্জড়িত ভাবে জানান। আমাদের বাড়িঘড় পুরে দিয়ে নিশ্ব্য করেছে গ্রেফতারকৃত জুয়েল রানা তাদের দির্ঘদিন যাবৎ বিভিন্ন ভয়ভীতী ও মেরে ফেলার জন্য হুমখি দিয়ে আসছিলো যা এলাকায় প্রতিয়মান এবং জুয়েলেই এই নেক্কার জনক ঘটনাটি ঘটিয়েছে বলে তার নির্দিষ্ট শাষিÍ দাবি জানান । এদিকে ক্ষতিগ্রস্থদের বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবকদের ত্রান ও নগদ অর্থ প্রদান করতে দেখা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার,সার্কেল অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার সহ সেতাবগঞ্জ পৌর মেয়র আব্দুস সবুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিগন তাদের পরিবারের প্রতি গভির সমবেদনা জানান এবং এই ঘটনার অন্তরালে যারাই জড়িত থাকুক তাদের বিচারের আওতায় আনা হবে। এলাকাবাসি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিচারের জোড় দাবী জানান।