bir-dinajpur24(দিনাজপুর২৪.কম) দিনাজপুর, বীরগঞ্জ এর ০৯নং সাতোর ইউ,পির শিয়ালখেদা গ্রামে আতঙ্ক জনিত বিদ্যুৎতের আগুনে ২৮টি পরিবার পুড়ে ক্ষয়ক্ষতি। ঘটনা স্থলে গিয়ে জানা যায়। প্রথম আগুন দুপুর ২.০০ টায় উপ্তত্তি হয় জামিনী কান্ত রায় এর বাড়ির রান্না ঘর থেকে। এর পর পর থেকে আগুন চার পাশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রনের জন্য ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস কাছ করে। আগুন নিয়ন্ত্রনের পর জানা যায় বর্তমানে ২৮টি পড়িবারের আগুনে পুড়ে ক্ষয় ক্ষতি ২০ লাখ টাকা  এবং অনেক ধান-চাল পড়নের বস্ত বাচাতে পারলো না ২৮টি পরিবার। বর্তমানে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় ০৯নং সাতোর ইউ,পির মোঃ রাজা ইসলাম আওয়ামীলীগ এর সহ-সভাপতি এবং মিন্টু ইসলাম ও চৌপুকুরিয়া এল.এ.ডি.বি সমবায় সমিতি ২০০০০/- (বিশ হাজার) টাকার বস্ত্র ও কম্বল সহযোগীতা করেন।