এম.আহসান কবির/ শাহেদুর রহমান (দিনাজপুর২৪.কম) ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনাজপুর বীরগঞ্জ এলএসডি’র এসএফ-৩ গোডাউন ভবনের ১২শত স্কোয়ার ফিট ছাদ রিপিয়ারিং কাজ শুরু করেন রাজশাহীস্থ মেসার্স মোস্তফা ট্রেডার্স। কাজটির উদ্বোধন করেন দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আরএমও মোঃ আরশাদ আলী। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ টিসিএফ সারওয়ার হোসেন, এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুজ্জামান ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ আলিম (বাবু)।