FB_IMG_1472905360147প্রশান্ত কুমার জুন/ এম.আহসান কবির (দিনাজপুর২৪.কম) ৩ সেপ্টেম্বর  দুপুর ২টায় দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দাঁড়াও শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক, সমাজের বিশিষ্ট ব্যক্তি সহ গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রধান শিক্ষক মোঃ সমশের আলীর সভাপতিত্বে ও সহ শিক্ষক শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনাজপুর সদর পৌরসভার প্যানেল আহমেদজ্জামান ডাবলু, বিশেষ অতিথি পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর আকবর হোসেন অরেঞ্জ ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষক আক্তারুল ইসলাম, রিয়াজ উদ্দিন। স্কুল পরিচালনা পরিষদের সদস্য ও দিনাজপুর২৪.কম এর সিনিয়র স্টাফ রিপোর্টার  প্রশান্ত কুমার জুন, দিনাজপুর২৪.কম এর বার্তা সম্পাদক এম. আহসান কবির প্রমুখ।