SAMSUNG CAMERA PICTURES

কাশী কুমার দাস (দিনাজপুর২৪.কম) গণেশতলা রায় সাহেব বাড়ী লোকনাথ মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চুকে সম্মাননা প্রদান করা হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদ্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার আহবায়ক শ্রী কান্ত লাল সাহা। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক শুভাষিশ বিশ্বাস সাধন। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তাপস কুন্ড, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হরি চাদ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ্জামান আশরাফ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য সুশীল চক্রবর্তী, রাজ দেবত্তোর এস্টেট দিনাজপুরে শ্রী অমলেন্দু ভৌমিক, রায়সাহেব দেবত্তোর এস্টেট দিনাজপুরের এজেন্ট চিত্ত ঘোষ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্্সী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়তে চাই। সংগঠনগুলো সঠিক নেতৃত্ব প্রদানের মাধ্যমে সংখ্যা লঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধভাবে এক পতাকা তলে সকলকে আসতে হবে।