pic-chondon(দিনাজপুর২৪.কম) রোববার আনুমানিক রাত ১টা ৩০ মিনিটে দিনাজপুর চকবাজারে রাজধানী ট্রান্সপোর্ট এর গোডাউনসহ আরো দুটি দোকানে আগুন লেগে নগদ অর্থসহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল আগুনে বিনষ্ট হয়ে গেছে বলে স্থানীয় তথ্যমতে জানা যায়।
সরেজমিনে গিয়ে স্থানীয় এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় যে, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে প্লাষ্টিক সামগ্রী ও বিভিন্ন প্রসাধনী এবং কেমিক্যাল মিশ্রিত দ্রব্যাদির দোকান ফারুক ষ্টোর হতে আগুনের সুত্রপাত ঘটে। পর্যায়ক্রমে ফারুক ষ্টোর হতে রাজধানী ট্রান্সপোর্টের গোডাউন ও মনোজ সেনগুপ্তের মনোহরী স্টেশনারী দোকানে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহুর্তের মধ্যে সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার প্রায় ১৫ মিনিট পর দিনাজপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ওয়াদুদ হোসেনের নেতৃত্বে ইন্সপেক্টর শহীদুলসহ সহযোগী নির্মল কুমার রায়, আজহারুল ইসলামের সহযোগীতায় রাজধানী ট্রান্সপোর্টের গোডাউন এবং মনোজ সেনগুপ্তের দোকানের আগুন মহুর্তের মধ্যে নিয়ন্ত্রনে আনতে পারলেও ফারুক স্টোরের দোকানে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের বেশ বেগ পেতে হয়। ওই দোকানের আগুন নেভাতে প্রায় ঘন্টা দুয়েক সময় লেগে যায়। অবশেষে তাদের সক্রিয় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে এবং নেভাতে সক্ষম হয়। ততক্ষনে দোকানের যাবতীয় মালামাল নগদ দেড় লক্ষ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ফারুক স্টোরের স্বত্বাধিকারী ফারুক এবং মনোজ সেনগুপ্তের সাথে কথা বললে তারা জানায় যে, তাদের দোকানে প্রায় ১১ থেকে ১২ লক্ষাধিক টাকার মালামাল ছিল এবং নগদ অর্থ প্রায় দেড় লক্ষ টাকার মত ছিল যার তিল পরিমাণ আমরা বাঁচাতে পারিনি।