স্টাফ রিপোর্টার (দিনাজপুর২৪.কম) দিনাজপুরে ১০টি চোরাই মটর সাইকেলসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। এই দুই মটর সাইকেল চোরাকারবারীরা তাদের র্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে তারা চোরা কারবারী। র্যাব-১৩ জানান, দীর্ঘদিন ধরে এরা মটর সাইকেল চোরাকারবারীর সাথে জড়িত। গত ৩ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রানীগঞ্জ এলাকার ১০টি চোরাই মটর সাইকেল সহ কর্নান কাটাপাড়া গ্রামের মাহবুল হকের পুত্র শরীফ আলী (২৬) এবং মহারাজপুর বালাপাড়া গ্রামের মৃত-প্রাণনেষ বসাকের পুত্র পলাশ বসাককে মটরসাইকে সহ আটক করে। র্যাব আরও জানান, দিনাজপুর কোতয়ালী থানায় তাদের সোপর্দ করা হয়েছে।