স্টাফ রিপোর্টার (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের বিরলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের অর্ধ গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে সাড়ে ৩টার দিকে উপজেলার কাঞ্চন গনির মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল জানান, বিকেলে অজ্ঞাতপরিচয় ওই যুবকের অর্ধ গলাকাটা লাশ রেললাইনের ধারে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে রক্ত মাখা অবস্থায় লাশটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যার পর লাশ রেললাইনের পাশের পরিত্যক্ত ডোবায় ফেলে রেখে গেছে।