স্টাফ রিপেোর্টার (দিনাজপুর২৪.কম) দিনাজপুরে রামদাহ-ককটেল-হাতবোমা সহ ৩ যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৩। র্যাব জানায়, আজ ভোররাতেকোম্পানী-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন দিনাজপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সুইহারী পাড়ায় অভিযান পরিচালনা করে মোঃ নয়ন ইমলাম (২৫), পিতা-কুরবান আলী, মোঃ রাসেল আহম্মেদ (২৫) পিতাঃ মোঃ নুরুজ্জামান সাবু, মোঃ আনোয়ার হোসেন শুভ (২৪), পিতা- মৃত- মোকছেদ আলী তাদের সকলে বাড়ী দিনাজপুর শহরোস্থ সুইহারীতে। র্যাব আরও জানায়, নাশকতা করার পরিকল্পনা করার সময় ০১টি তাজা ককটেল,হাতবোমা, ০১টি রামদাসহ গ্রেফতার করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতামূলক কর্মকান্ডের সাথে লিপ্ত থাকার কথা স্বীকার করে।