SAMSUNG CAMERA PICTURES

(দিনাজপুর২৪.কম) দিনাজপুরে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত। আজ শনিবার “অটিজম লক্ষ্য ২০৩০ বিকাশের ভিন্নতার একীভূত সমাধান”- শ্লোগানকে সামনে রেখে বিশ^ অটিজম সচেনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এবং স্থানীয় এনজিওদের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে দিনাজপুর শহরে মিশন রোডস্থ শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সমাজসেবার উপ-পরিচালক স্টিফেন মুুুর্মুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, সামাজিক মানুষ হিসেবে মানুষিক মূল্যবোধের মাধ্যমে অটিস্টিক রোগীদের দেখতে হবে। জীন জাতীয় কারনে অটিজম সন্তান জন্ম নেয়। তাই গর্ভবতী মাকে মানুষিক সুস্থতা রাখতে পারলে সুস্থ সন্তান প্রসব করা সম্ভব হবে। গর্ভবতী অবস্থায় মাকে ধর্মীয় অনুশাসনের মধ্যে চলা উচিত। প্রতিভা সবার মধ্যে রয়েছে তা বিকশিত করার সুযোগ দিতে হবে। অটিস্টিক রোগীদের সম্পদ হিসেবে গড়ে তুলতে ব্যাপক সচেনতার প্রয়োজন রয়েছে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, সিভিল সার্জন ডাঃ অমলেন্দু বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিয়া, এ বি এম মুছা মাহমুদ, জান্নাতুন ফেরদৌস, মোঃ সাইফুল আলম, মোঃ আক্কাস আলী, যাদব চন্দ্র রায়, আবুল শাহনেওয়াজ, তাসজিদা পারভীন সীমা, মোঃ ইয়াকুব আলী, মোঃ মুনির হোসেন।